বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

ভাঁড় হওয়া অপেক্ষাকৃত সহজ


সহজ কথায় বল

শিরদাঁড়া টানটান করে বল

কলমের নিব থেকে প্রটেকশন সরিয়ে বল

পরে ওটা না হয় আবার ত্রিশূলে পড়াবে সাধ হলে

হয়ত সামনের বছর জুটবে না আরেকটা পদক

টিভিতে ডাকবে না গ্যাঁজাতে আর ঘন্টা ভর

তবুও বল

 

মানুষ মরে

মানুষ জ্বলে পুড়ে মরে

এ জ্বালা মানুষের

শুধুই মানুষের

পক্ষ ও বিপক্ষের নয়

 

তুমি বোঝাও

কবি হওয়া কষ্টের

ভাঁড় হওয়া অপেক্ষাকৃত সহজ।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...