রবিবার, ৬ মার্চ, ২০২২

এখন কোথা যাই?

 

বাউলা, দুনিয়া ছানিয়া দেখি দোসর কেহ নাই!

প্রাণ বাঁধি আর গান বাঁধি সব নিজেরে শোনাই!

 

জনে জনে কইতে নারি, কিসে বোঝা হৈল ভারী,

কোন ঘাটে লাগাব তরী, আমি কোন উজানে বাই!

 

যার ভাল সে বুঝুক বটে, আখেরে বিশাখে রটে

আমি ম’লাম এসে এ সংকটে, এখন কোথা যাই?

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...