বাউলা, দুনিয়া ছানিয়া দেখি দোসর কেহ
নাই!
প্রাণ বাঁধি আর গান বাঁধি সব নিজেরে
শোনাই!
জনে জনে কইতে নারি, কিসে বোঝা হৈল
ভারী,
কোন ঘাটে লাগাব তরী, আমি কোন উজানে
বাই!
যার ভাল সে বুঝুক বটে, আখেরে বিশাখে
রটে—
আমি ম’লাম এসে এ সংকটে, এখন কোথা
যাই?
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন