সোমবার, ২৮ মার্চ, ২০২২

তোমার মতন বাঁচো

 

কিছুটা নিজের জন্য নিজেকে বাঁচিয়ে রেখো।

অকাতরে বিলোলেই সকলে নেয় না,

নিঃশেষে ফুরোলেই সকল সমাপ্তি হবে না

বুকভরা গৌরবের।

ভেবে দেখো কোথায় যাচ্ছ ক্ষয়ে,

কতটা যাচ্ছ সয়ে; কেন? এবং কি কারণে?

কিছুটা বৈভবের

ছিটেফোঁটা অবশিষ্ট রেখো স্বার্থপর হতে

এ জীবন দ্ব্যর্থহীন যাপনে।

সর্বদা অর্বাচীন গাড়ল হলেই পৃথিবীটা সুন্দর হবে

এমনটা নয় বিলক্ষণ। পৃথিবীতে

স্বার্থলেশশুন্য তো কদাচিৎ পাগলও হয়।

সুতরাং আখের গোছাও

গাঁটে কড়ি কিছু সঞ্চিত থাক,

থাক কিছু কর্কষ কথার পুঞ্জ জমা,

কিছু অপহৃত লজ্জাছাড়া সুখ; প্রহৃত বাসনায়

দাও ঘৃতাহুতি, ওঠো জ্বলে

দাউ দাউ ধক ধক ধুক ধুক

আগুনে দাও দাও

আরো আরো নীতিশতকে ধোঁয়ায় তুলে

স্বর্গে পাঠিয়ে, তুমি বাঁচো!

তুমি একান্তে এক দন্ড’খন বুক ভরে শ্বাস নাও,

তোমার মতন বাঁচো অন্তত একটা সেকেণ্ড!

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...