বোঝা
হয়ে গেছে, নিভে হল ছাই—
এখন
আমার অফুরান বেলা গাইবার—
এক আকাশ
শুধু কবিতা চাই।
এক রত্তির
পাংশু বেদনা রাত্তির—
ঘোরে
ফেরে, এ তীর ও তীর—
চাঁদের
আলোয় অমরাবতীর একা—
দুম
করে হল দেখা—
তখনি
মেঘেরা ঘেরে।
এক রত্তির
পাংশু বেদনা রাত্তির—
ঘোরে
ফেরে…
আমার
এক রত্তির পাংশু বেদনা…
এখন
আমার অফুরান বেলা চাইবার—
ভেবে
ভেবে যেন চমকে যাই—
এখন
আমার অফুরান বেলা গাইবার—
এক আকাশ
আমি কবিতা চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন