শনিবার, ৫ মার্চ, ২০২২

‘মানুষ’

 

নির্নিমিখ রাত্রিদিন, যেন চেয়ে আছি নিষ্প্রভ নক্ষত্রের দ্বার খুলে- অন্য কোন আলোর সমুদ্র পাড়ে। এ আলো তমসার ধার ঘেঁষে ধীরে ধীরে জাগে না যেন। যেন এ লোকে নিরালোকের সম্ভাবনা কখনো দেয়নি নাড়া খিড়কি ধরে সূর্য্য ডুবল বলে। এ আলো স্বয়ংপ্রভ। এ আলোয় আঁধার-নিরাকরণের মন্ত্র ভাসে না যেন আদ্যন্তহীন কালস্রোতে। এ আলো আত্মার নয়। এ জ্যোতি নয় ঈশ্বরের। এ যেন কি এক অসীম ছেয়ে বেয়ে আসা অনঘ অহং রূপরাশি। নিরালম্ব, নিরাকৃত, অচল, স্থাণু সত্তার অন্তরালে প্রাণের স্ফূরণ। এ যেন একদিন একান্তে জেগে ওঠা। যেন একদিন শিরদাঁড়া টান টান করে বলতে শেখা- এই নশ্বর নিখিলে, এই আমি কেবলই ‘মানুষ’! যেন ‘মানুষ’ কোন বিশেষণ পদ নয়! আলোর মতন, হাওয়ার মতন, জলের মতন এক শব্দে কেবলই ‘মানুষ’!  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...