ক্রমশ হতেছি ক্ষয়, ক্রমশ হতেছে ভয়,
ক্রমশ আঁধার এসে কানেকানে কথা কয়।
ক্রমশ মরম মরে, ক্রমশ পাঁপড়ি ঝরে,
ক্রমশ নয়ন ক্ষরে, দীন-দেহ কত সয়?
ক্রমশ তলিয়ে যাই, ক্রমশ গরল খাই,
ক্রমশ কিছুই নাই, ক্রমশ হতেছি লয়।
ক্রমশ অসুখ বশে, ক্রমশ শমন ত্রাসে
ক্রমশ সকল আশে ডুবেছে ভুবন-ত্রয়!
ক্রমশ অনলদাহে আরও যে পরাণ চাহে,
ক্রমশ জেনেছি শুধু, ‘আমি-আমি’ কেহ
নয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন