শনিবার, ২ মে, ২০২০

মেঘ-মেদুর বরষায় - প্যারডি



মেঘ-মেদুর বরষায়, বাড়িতেই আমি!
Corona বানিয়ে ছাড়ে মিশরের মমি!

নাই কোন নড়াচড়া, বসে থাকা, শুয়ে পড়া
Change হয়ে যায় Anatomy!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...