রবিবার, ১০ মে, ২০২০

পরাজয়-গাথা

বড় তিক্ততায় এইসব
সমাজ সংস্কার অ-সংস্কার কুসংস্কার,
ধর্ম অধর্ম অপধর্ম বিধর্ম—
বিধিমালা নিয়ম নীতি প্রভৃতি
ইতিউতি প্রাঞ্জল ——
অসত্যের মোহ ছেড়ে নিজেকে
সরিয়ে রেখেছি এখানে!

এখন কোন মুখোশের নান্দনিকতায়
আমি কবিতা লিখি না,
এখন মুখোশ যে ধরে অবয়বে,
অন্তরালে তাকে খুঁজি।

মানুষ খুঁজে খুঁজে বিষিয়ে ফেলেছিলাম
পরিযায়ী যৌবন—
একটা একটা করে অধ্যায় মুছে গেল,
পাতার পর পাতা উল্টে গেলাম,
আমি এখনো কি চোখ বুজি?

এখনো মানুষের মরণ অন্বেষণ——
আমাকে রাত্রি জাগিয়ে মারে,
গহন অন্ধকারে—
ভোর হতে আর কতক্ষণ?

প্রচেষ্টার সমস্ত বীরত্ব-বিত্ত শিরে তুলে,
বুক টানটান— আমি যতই দাঁড়াই,
তবু বুকে বাজে—
আসলে আমি জিতিনি কোনদিন!
লিখলাম সোজাসুজি,
একদম; কোন ভণিতা ছাড়াই,
সহজ কথার ভাঁজে।

যুদ্ধ তো চেঙ্গিস, তৈমুরও জেতে—
আমি না হয় হেরেই গেলাম!
সকল বিজয় হয়ত নয়
অনন্ত গৌরবশালী!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...