‘বোশেখ দিনের তুফানী পবনে, আম কুড়াইবে
পোলাপান!
দু’হাজার বিশে আসিবে তুফান-
তুফানের নাম ‘আমফান’!’
(‘একাণ্ডবচনানি’- অণ্ডবাক মণ্ডলাচার্য্য)
আম ও তুফানে জুঁটি বেঁধে আজ করোনায় দেবে
ঠ্যাঙানি,
পুঁথি পুরাতনে এও লেখা আছে-
পড়েছ? ‘একাণ্ডবচনানি’?
অণ্ডবাকের বাণীচয় ধরে ভাসাও সাগরে
সাম্পান।।
‘এ তুফান ভারী দিতে হবে পাড়ি’- তুফানের
নাম আমফান!
‘ফান’ যেন নয়, সিরিয়াস কথা- লিখেছে
আগাম বাণী,
ত্রিকালদর্শী ঋষি শ্রীঅণ্ড- বাক,
বাঁকে বাঁকে ঘোরে অশনি!
দেব-কৃপাশিসানন্দ বলেন- অতি
আনন্দে সাবধান,
মহীমন্ডল করেছে উজল এ
গ্রন্থ, সিরিয়াস হও, নট ফান।।
প্রকাশ হবে গো অপ্রকাশ
যত, আড়ালে যতই নাড়ো কাঠি,
ঢেঁকি ভেঙে দেবে আমফান
এসে, অন্ডবাকের নাম খাঁটি!
কমরেড বলে কত খোঁটা
দিলে- বৈষ্ণবজনে আপমান,
যেথায় থাকো না ধড়াচূড়া
পড়ে, কোলকেতা কিবা বর্ধমান-
সময় থাকতে সুপথে ফেরো হে, ইটস নট
জোক, নট ফান!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন