রবিবার, ১০ মে, ২০২০

ধীরঃ তত্র ন মূহ্যতে

‘দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগতস্পৃহঃ’
পারিনি কখনো হতে।
‘সুখদুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়াজয়ৌ’
এই সমস্ত সম্ভবপর পীড়ার জগতে-
এসব আউরে আউরে পচে ম’লাম!
অপারগতার কত যে মোহ-
ওহে বিগতস্পৃহ- তুমি বুঝলে না! 

ওরে অধম! ‘... শীতোষ্ণসুখদুঃখদাঃ-
আগম অপায়িনঃ অনিত্যাঃ তাং তিতিক্ষ’-
ছাই হল আমার!- আমি যে তিমিরে আঁধা-
সে তিমিরে বাঁধা আজও! আবক্ষ-
গরলনেশায় ঋদ্ধ কবিত্বের প্রগাঢ় পুরুষ! 
অতএব- 
‘তথা দেহান্তরপ্রাপ্তিঃ ধীরঃ তত্র ন মূহ্যতে!’
তা কি আর হয়? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...