মঙ্গলবার, ১২ মে, ২০২০

সে কি চিনেছে আমাকে?


আর যে যা বলে,
আগেপিছে, অগোচরে, আড়ালে-আবডালে,
পাছে আমি শুনি! - দেয়ালের কানের অজুহাতে,
কত কথা মুখে ফোটে না কখনো কলকলে;
তাই দেয়ালের কাছে আমি আমৃত্যু ঋণী!

এত মিশকালো কোলাহলে বাহারি রঙ-মিশেল,
আমি একটি ক্ষীণ আলোর পিদিম জ্বেলেছি বুকে,
দলিজে চাঁচর হাওয়ার ছটা মেলে দাঁড়িয়ে দামিনী,
রোজই আসে অভাগিনী- ব্যথার গন্ধ শুঁকে;
আমি কিছু আর - বলি না কখনো তাকে।

মনের মাঝারে ঝড়ের মেঘনা খুলে ভাসিয়ে ডিঙি-
আমি একাই, পড়েছি কত ডাকাতিয়া মোহনার পাঁকে,
ঢেউ ঠেলে যে মাঝি অকূলের কূলে ভেড়ালো বারেবার  
তাকে কি আমি চিনি? অথবা সে কি চিনেছে আমাকে?

মেঘনার বাঁকে-
সে কি চিনেছে আমাকে?

তবুও কত বাক্যলেশহীন নিরন্তর বোঝাপড়া,
অথচ এ সংসারে এত কথা, এত ছবি, এত পোড়া গান,
এত নৈকট্য, এত প্রেমে হাতে হাতে হাতকড়া-
তারপরও কোথায় সে নৈঃশব্দের নিবিড় আহ্বান!
আমাকে কেন যে পুড়িয়ে মারে!

তবে সে কি চিনেছে আমাকে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...