শুক্রবার, ১০ জুলাই, ২০২০

করোনা-পীড়ন

নভেল করোনা, কর হে করুণা

কোরো না কোরো না এত নিপীড়ন,

আর যে সইতে নারি!

কত দিন আর কাটিব না চুল,

কতদিন রাখি দাড়ি?

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...