সাত জনমে সাত ভূবনে সাত সাগরের পারে
জেনো তোমার দায় রয়েছে ফিরতে বারেবারে!
উতোল স্রোতের জলোচ্ছাসে, ভাসিয়ে নেবার সর্বনাশে,
ভাসতে হবে আমার পাশে, ভয়াল পারাবারে!
জেনো তোমার দায় রয়েছে ফিরতে বারেবারে!
আমার আকাশ অন্ধ হলে, আঁখি আমার ডুবলে জলে,
আমায় রেখে আঁচল তলে, আমারই সংসারে-
জেনো তোমার দায় রয়েছে ফিরতে বারেবারে!
আমার যত মিথ্যে-সুখে, আমার সকল সত্যি-দুখে,
জাপটে ধরে আমায় বুকে, সৃষ্টি ও সংহারে-
জেনো তোমার দায় রয়েছে ফিরতে বারেবারে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন