ভেবেছি মা সুর সাধিব, তোমার বীণার তার বাঁধিব,
শ্বেতবসন মলিন করে, তোমার কোলে রইব পড়ে!
আমি কি গো সতীন-ছেলে, এমনি করে রাখলে ফেলে,
কত লোকের কথার ছলে, বদ্ধ করে মায়ার ডোরে!
কে বা আমায় দিচ্ছে মালা, সেই বুঝি দেয়
কাঁটার জ্বালা,
এত বাকচাতুরির কর্মশালা, বকবকানি জগতজুড়ে!
আমার কানে মীড় লেগেছে, সুর দরিয়ার পাড়
ভেঙেছে,
স্রোতের আশায় চক্ষু মেলে বসেই আছি বার-দুয়ারে!
একি রঙ্গ ভদ্রকালী, ভরাডুবি আমার খালি,
কি শেখাতে কি শেখালি, কি বলে গাল দিই
বা তোরে!
আর হল না এ জনমে, এই ব্যথাটি রইবে মনে,
মনের দুখে বিশাখ ভনে, এই দুখ আর বোঝাই
কারে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন