বুধবার, ১৫ জুলাই, ২০২০

জাগরনী

শত লোকের কত কথায় দোর দিয়েছি কানে,
আমার সকল গানের কলি, সকল ছিন্ন তানে—
কেমন ব্যাথার সুর কেটে যায়, তাল কাটে মাঝখানে,
তারা কি আর জানে!

রাতবিরেতে কে ডাকে ‘আয়,
এমন ঘোরে আর কে ঘুমায়,
দিন ফুরালো, রাত ফুরাবে, জোয়ার-ভাটার টানে!
তরী যে তুই বাইবি একা, কে যাবে তোর সনে’!

জেগে আছি চক্ষু মেলে,
(যদি) ফেললে পলক যায় সে চলে,
যদি সে আর না ডাকে ভাই, ভুলে যাওয়ার ভানে!
সে তো এম্নি ধারার চিরকালই, তেম্নি জগত জানে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...