বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

আশা রইল খালি

সংসারসরিৎস্রোত করাল কূলঙ্কষ,

কল্মষকর্দমক্লেশ অশেষ ধরেছে পায় কালী,

নলিনীনীলপদে ধরি এ ত্রাসিত হৃদে-

দেব গো সাঁতার তারা, আশায় যে গুড়েবালি!

 

মহেশরোষে সে দেখায়ে অষ্টরম্ভা,

অবধ্য-অনঙ্গ বেটা, শোন তবে জগদম্বা,

বিঁধে অহোরাত্র মোরে!

বলি ‘আমি তারাতনয়, পশুপতি পিতা হয়,

আমায় মারিলে বেটা, না ছাড়িবে তোরে’!

 

ভেবেছি এমন দুর্দৈবঘোরে,

ছুটে এসে নেবে ক্রোড়ে,

তবে জননীর ধর্মখানা রক্ষা হয় ভবে!

কে জানতো মহেশ্বরী, তোর ধর্মজ্ঞান আছে থুড়ি,

শ্মশানে-মশানে ঘুরি সব লুপ্ত হল কবে!

 

আছি গো শরশয্যায়, ষড়দস্যু দড় কব্জায়,

সংসারে সঙ-সজ্জায়, আমায় ভালোই ডুবালি!

নীরদনীলপদ করি গো মা সম্পদ,

ধরব পারের তরী, আশা রইল খালি!

 

 

 

 

 

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...