মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

কি জ্বালায় জ্বলি গো তারা

কি জ্বালায় জ্বলি গো তারা, ভবদারা কি বা রঙ্গে!

এ অঙ্গে অঙ্গার করি অনঙ্গ-তরঙ্গ-ভঙ্গে-

ক্ষান্তি দিয়ে শ্রান্তি পাব?

 

মায়ার কুরঙ্গ-পিছে, ভ্রমিয়ে ক্লান্ত মিছে,

কপট কুসঙ্গ-সুখ-আসঙ্গ টানিল নীচে।

ঠেকেছি গো রসাতলে, কৃতান্ত করতলে,

এভাবে কি চলে যাব?

 

কৃপাময়ী কৃপাণ ধরি, কিঙ্করে করুণা করি,

অভয়দায়িনী হও ভীতজনে ক্ষেমকরী।

আবদ্ধ সংসারপঙ্কে, পঙ্ককশোভিত অঙ্কে

কবে গো লুটিয়ে রব?

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...