আমায় দেখে তোমার বাড়ির হাঁসগুলো সব হাসে
প্যাঁকপ্যাঁকিয়ে পুকুরধারে, ভেঁচি কাটে, পুচ্ছ নাড়ে,
তেড়ে গেলেই অমনি তারা পুকুর জলে ভাসে!
তোমার বাড়ির হাঁসগুলো সব হাসে।
তোমার বাড়ির সামনে আসি, রাস্তা জুড়ে কাদা,
আষাঢ় দিনে, ষাঁড়ের মতন একটি মাত্র দাদা,
দেখতে পেলাম আছেন ঘরে, তাকিয়ে আছেন কেমন করে,
জানেন আমি কেষ্ট ঠাকুর, বোনটি যে তার রাধা!
তোমার একটি মাত্র দাদা!
চোখের দেখা আর কি দেখি, ফিরে যাবার ক্ষণে
স্যাঁতলা ইটে পা পড়েছে, কি করে কে জানে!
এক আছাড়েই বিধির বিচার টের পেয়েছি বেশ,
আষাড় মাসের কেষ্ট হওয়া – এ যে ভীষণ ক্লেশ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন