মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

বীণাবাদিনীর মুরোদ

বিদেশে থাক মা, বীণাবাদিনী,
আর ঘরে আনব না তোরে!
যারই তরে তোর বুকে বাঁধে দয়া
তারে কমলা কাঁদিয়ে মারে!

যার
মসীমুখে তুই কাব্যের স্রোত,
কন্ঠে সুরের লহরী,
পেঁচকে আরূঢ়া তারে দেয় গাল,
ছাই মেলে কানাকড়ি!

বীণা পুস্তক হাতে ধরে থাক,
আমার যা হবার তা তো হবে!
তোর আর তাতে কি বা এসে যায়,
কি বা এসে গেল কবে!

এখন ভাবছি লক্ষ্মীর ঘটে
মাথা ঠুকে চাই ক্ষমা!
বাঁচতে হবে তো দুটো খেয়েপড়ে
টাকশালে কিছু জমা—

তাই করতেই হয়,
নচেৎ অকূলে মরি!
তুই দিবি না তো একটা আধুলি,
মুরোদ আছে কি থুড়ি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...