খসে যাওয়া কোন তারকার মত নিঃসীম পথে
চলেছি।
এটুকু কেবল বলেছি—
এটুকু বলারই ছিল; বহু কবিতায়, বহু
সুরে-মীড়ে—
বহু রজনীর তিয়াস তিমিরে—
বুক ছুঁয়ে ভেসে গেল-
যেটুকু বলার ছিল।
গহীনে বেজেছে গান—
শুনেছ হয়ত, গহীনে বেজেছে গান।
ভরা-কোটালের ক্রন্দনে ভাসে দুরুদুরু
সাম্পান—
পেতেছ হয়ত কান।
ডুকরে উঠেছে রুদ্রবীণার তার,
বাঞ্ছিত রাগে বিবাদী স্বরেরা হাসে,
ঝংকারে হাহাকার—
ঐ বক্ষবিদারী বিজুলির মত চমকে—
বিবাদী স্বরের গমকে—
লেগেছে কোথাও টান।