পড়েছি সংসার পঙ্কে
ভবানী ভবের অংকে
পেয়ে গোল্লা
করে হল্লা
রসাতলে যাই!
কি আনন্দ বিষপানে,
সে তো বিশ্বেশ্বরে জানে,
আমিও খাই গো বিষ
দিয়ে নামের দোহাই!
অহোরাত্র বুক জ্বলে
মরি বাঁচি পলে পলে
কিসে জ্বালা নিবারি গো
তাতো জানা নাই!
চারিদিকে শূণ্য হেরি,
নয়নে আঁধার ঘেরি,
ঘুম আসে অতলান্ত
কি করে ঘুমাই?
জেগে রই চক্ষু মেলে
ব্যাথার সলতে জ্বেলে,
আশা করি কোন ঝড়ে
যদি নিভে যাই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন