ফানুশের মত উড়ে,
কোন প্রবারণা রাতে।
কোন চেরাগীর মোড় ফেলে,
একটু এগিয়ে কোন বৌদ্ধ বিহার,
স্মৃতির গতায়ু চেরাগ জ্বেলে,
নিঃশব্দে কাছে ডাকে সাগর ও পাহাড়;
আমি কত দূরে পড়ে রই,
হয়ত বা বেশ আছি, গান গাই, কথা কই,
তবু যা কিছু বলি না আর, সব এই কবিতার-
ছত্রে ছত্রে যেন ঝনঝন বাজে,
'রিয়াজুদ্দিন' আজও ভোলেনি আমায়,
ফোন করে অবসরে, ঘুমে মাঝেমাঝে!
(একটি ফেসবুক কমেন্ট।)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন