দিলি না দিলি না তারা
দীনে গো মা দরশন,
দীনে গো মা দরশন,
ত্রয়তাপে গাত্রদাহ,
কোথা স্নেহ পরশন?
কোথা স্নেহ পরশন?
ধরেছে সংসারব্যাধি,
কোথা পাব সে ঔষধি,
কোথা পাব সে ঔষধি,
ভয়াকুল মা নিরবধি, আমার
শিয়রে শমন!
শিয়রে শমন!
রচনা ও সুরঃ বিশাখদত্ত
২৮ জুন, ২০২০।
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন