সোমবার, ৮ জুন, ২০২০

কিছু অজানা কথা

জানো কি না তুমি জানি না,

সবকিছু তুমি একাই জেনেছ

এতটুকু আমি আমি মানি না!

 

হতে পারি আমি চাষাভুষো লোক

বইটই অত পড়ি না,

তোমরা যেটায় ষোলআনা বোঝ

আমি একআনাও তার বুঝি না!

 

তবুও

 

কাস্তে কোদাল বাজি ধরে বলি,

তুমি মানো আর না-ই মানো!

আমার কোদাল থামবে যেদিন,

তুমি টের পেয়ে যাবে জেনো-

 

এই ধরণীতে

আমাদেরও আছে কিছু না কিছু তো জানা!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...