সোমবার, ২৯ জুন, ২০২০

শ্রীঅণ্ডবাক-কীর্তন

শ্রীঅণ্ডবাক-কীর্তন

 

রাগঃ সুরকানান্তকা

তালঃ চতুরাণ্ড

_______________

 

(উজ্জ্বল) মণ্ডলমণ্ডিত তালটালতিরোহিত কীর্তনে মাতো হে!

ঝাড়িয়া ভবের বোঝা, কালসর্পে যিনি ওঝা-

শ্রীঅণ্ডবাকের পদে আপনা লুটাও হে!

 

(ওহে!) সংসারে কি পঙ্ক ঘাঁটা, হয়েছ বলদ, পাঁঠা,

নিত্য ভার্য্যাহস্তে ঝাঁটা, হেরিয়ে না গেল ভ্রম!

এখন হাড়িকাঠে উপনীত, ধান ভানতে শিব-গীত,

গেয়ে কি ভেবেছ তুমি পাবে কিছু উপশম!

 

লভি গো ‘দেব-আশিস’, ওরে কোথা কে পড়ে আছিস,

আয় ছুটে পদপ্রান্তে, ভবার্ণবে তরিতে হে!

বরিয়া সে ভববৈদ্য, নবজন্ম লভি সদ্য,

মাভৈঃ, শ্রীঅন্ড বলে ব্রহ্মাণ্ড বিচর হে!

 

(ও মন), অন্তরে ‘অপ্রকাশ’ যিনি, সর্বভূত হৃদে বাস,

গুরুবাক্য বিনা কার, হয়েছে হে এ বিশ্বাস!

তাই ভজ মূঢ় গুরুপদ, ছাড়ো মায়ামোহমদ

ওরে হাঁদা নির্বোধ, কেন পড়িয়া ঘুমাস রে!

 

ঝাড়িয়া ভবের বোঝা, কালসর্পে যিনি ওঝা-

শ্রীঅণ্ডবাকের পদে আপনা লুটাও হে!

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...