বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

সাধে কি ত্যাজেছি তোরে - স্বরচিত - Sadhe ki tyajechi tore







স্বরচিত শ্যামাসঙ্গীত
আরেকটি
_____________________

সাধে কি ত্যাজেছি তোরে
সেই কথা তুই ভাল জানিস!
পাড়া-পড়শি যে যাই বলুক
(আমার) মনের দুখ তুই
তো মানিস!

সঙ সাজিয়ে খুব পাঠালি,
সঙ দেখে দিস দু’হাত
তালি!
(আমার) পাওনা নেবার
হিসেব দিলে
কত টাল-বাহানার ফিকির
টানিস!

লোকের কথা বলব কি আর,
যার যা ভাল সে বুঝুক
তার।
আপন পরের ফারাক খুঁজে
সবই দেখি বিশ আর ঊনিশ!

ভেবেছি তুই জগত-ছাড়া
তাই অহর্নিশি ডেকে তারা;
কপাল জুড়ে দুখের ফাঁড়া
নিত্য নতুন কতই আনিস!

রচনা ও সুরঃ
বিশাখদত্ত
২৫/৬/২০২০।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...