মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

রসরাজ-কীর্তন

রসরাজ-কীর্তন

___________

 

কোথা প্রাণপতি রসরাজ, ভকতে দর্শাও আজ-

মদনমুর্চ্ছিত সাজ, দেখে তবে অক্কা পাই!

ভেবেছি মারিব ছক্কা, বারেবারে জোটে ফক্কা,

যমে দেয় টরেটক্কা, ভয়েতে ভিরমি খাই!

 

মাংসাহারী এ কারণে, পোছে না বৈষ্ণবজনে,

নিন্দা করে জনে জনে, গাঁয়ে চলা হল ভার!

ভজিয়া শ্রীঅণ্ডবাকে, পড়েছি কি দুর্বিপাকে,

কু-শ্রাস্ত্রবচন ধরি, হল ধর্মাধর্মে ছারখার!

 

রসুন-পেঁয়াজ ছাড়ি, শ্রীচরণে রব পরি,

তার মোরে দয়া করি, না তারিলে কোথা যাই?

দিবানিশি আছি ঘরে, কলত্র কলহ করে,

এতে যদি যাই মরে বৈকুণ্ঠে পাব কি ঠাঁই?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...