বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

কবে গো আর নগেন্দ্রনন্দিনী

কবে গো আর নগেন্দ্রনন্দিনী বল,
পাষাণ পরানে তোর তিলেক দয়া হবে?
কালপাশে আয়ুক্ষয়, মনে জাগে সদা ভয়,
নয়ন যে মুদে আসে, কোলে কে মা লবে!

এ আমার মিছামিছি, দাঁড় ধরে বসে আছি,
যে নদীতে স্রোত নাই, তায় ভাসিয়ে তরণী,
ভেবেছি গো পারে যাব, ভবের জ্বালা জুড়াব,
রাঙা পায়ে লুটাবো- ওগো শিবের ঘরনী,
ছাই হল তবে!

কি গরলে তৃপ্ত হয়ে, অমৃতে করেছি দূর,
তাতেও তুষ্ট নন, ভবনাথ, চন্দ্রচূড়!

সুখে মা র'ব না জানি, তাতে নই অভিমানী,
অন্তে পদে কপালিনী, দিস শুধু ঠাঁই!
কুলভাঙা ঝড় আসে, মরি গো মরণ-ত্রাসে,
আমার শিয়র পাশে কেউ কেন নাই?
চলে গেল সবে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...