দোপায়া-জানোয়ার হয়েছি বলে কি শান্তি চাইতে নেই?
সোজা হয়ে হাঁটতে শেখার পর মাথাটা ছোট হয়ে গেল,
অল্প গ্রে-ম্যাটারে দুনিয়া দাপিয়ে বেড়াই বলে কি
আমার কখনো শান্তি চাইতে নেই? সমস্ত অগোছালো-
এলোমেলো করে আমি যুদ্ধেই যাব?
বুদ্ধিরিন্দ্রিয় কি তুখোড় হয়েছে দেখি!
প্রতি দ্বিতীয় বাক্যে আমরা পাই
একে অপরের সাথে স্পষ্ট দ্বিমত!
প্রতিটি ভিন্নতার খাঁজে লুকিয়ে রাখি রক্তপায়ী হাতিয়ার,
নিত্য সাজিয়ে তুলি রণক্লান্ত রথ-
একেকটি স্বতন্ত্র মন্ত্রে, একেকটি মারণ উপচার-
অভিষিক্ত করে আমরা কতই গর্বিত হই!
তবুও ভুল করে একটিবার শান্তি চাইতে নেই?
প্রাণী, প্রজাতি, জাতি, উপজাতি, গোত্র, কূল, গাত্রবর্ণ,
পাড়া-মহল্লা-দেশ, ধর্ম, রাজনীতি, ধনী-গরীব, লাভ-ক্ষতি——
থরে বিথরে নিজেদের খণ্ড খণ্ড করে,
টুকরো টুকরো করে সার্বভৌম কুলীনতায় বেঁধেছি—
তাই বলে কোনদিন একবার একটু নীচে নেমে,
হোক না একটু দ্বিধা— ভুল করে—
তবু কি শান্তি চাইতে নেই?
আমার অনাগত শিশুটির অনঘ আত্মাটি নিয়ে
আমি কি শুধু যুদ্ধেই যাব?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন