শুক্রবার, ১২ জুন, ২০২০

বর্ধমানের খানা

বর্তমানে বর্ধমানে হচ্ছেটা কি আল্লা জানে
দেখছি কারা দিচ্ছে ছবি খানাপিনার ধুম!
এদিক এখন বর্ষা ভারী, চালে ডালে তাই খিচুড়ি-
চাপিয়ে হাড়ি, অতঃপরে জানলা বেঁধে ঘুম!

লোভ দেখানো হচ্ছে ভীষণ মেসেঞ্জারে,
বন্দীদশা কাটলে যখন পড়ব ঘাড়ে-
বাপরে মারে- করেও তখন পার পাবে না আর!
রাখচি টুকে, টাচস্ক্রিনে আঙুল ঠুকে,
কোভিড-ফোভিড গেলেই চুকে
শোধ তুলব তার!

খাও বাছাধন যতেক পারো,
দিন যে পড়ে রইবে আরো,
সুদ-আসলে মিলিয়ে নেব পাওনা যা যা বাকী!
বর্ধমানে আসব যখন
বানিয়ে রেখো ওসব তখন
ভুলেও তুমি ভাববে না যে- আমায় দেবে ফাঁকি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...