কালীকীর্তন
মালকোঁষ-
তেওরা
তেওরা
_________________
কে গো ভীমা
ভামিনী রণে!
ভামিনী রণে!
দনুজদলনী
শোণিত-শোভিত-পদে
শোণিত-শোভিত-পদে
ত্রাসিত
ত্রিলোক গজগমনে, প্রলয় গরজনে!
ত্রিলোক গজগমনে, প্রলয় গরজনে!
ভীমা ভামিনী
রণে…
রণে…
দিতিসুত-মুণ্ডচয়
দুলাইয়ে গলে,
দুলাইয়ে গলে,
মেঘবরণী
হুহুংকারে আসব পানে ঢলে
হুহুংকারে আসব পানে ঢলে
বধিছে অরিকুলে
রুধির পিয়াসে-
রুধির পিয়াসে-
ক্ষোভিত
কৃপাণে, রক্ত আননে!
কৃপাণে, রক্ত আননে!
ভীমা ভামিনী
রণে…
রণে…
নীরজ-নয়নে
নবারুণ আভা ধরি,
নবারুণ আভা ধরি,
ভয়ংকরী রণপ্রমত্তা
অট্টহাস ক্ষণে ক্ষণে!
অট্টহাস ক্ষণে ক্ষণে!
ত্রয়তাপ
নিকন্দনী, দুরিতবারিনী-
নিকন্দনী, দুরিতবারিনী-
সংবর রূপ
ভীষণা, হেরি স্নেহ-সুহাসিনি,
ভীষণা, হেরি স্নেহ-সুহাসিনি,
বিশাখজননী,
ক্রোড়-প্রসারিনী-
ক্রোড়-প্রসারিনী-
অভয় দাও,
শমন-শাসনে!
শমন-শাসনে!
ভীমা ভামিনী
রণে…
রণে…
কথা
ও সুর- বিশাখদত্ত
ও সুর- বিশাখদত্ত
২২/৬/২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন