শনিবার, ৬ জুন, ২০২০

শিষ্যের প্রতি

মণ্ডলাযার্য্যের কবিতার প্রতিফলন-

 

গিন্নী তোমার পাকা ধানে মই,

 

যেমন ছিলে বেশ তো ছিলে,

ভদ্দো ঘরের ভদ্দো ছেলে,

দিনদুপুরে ঘুরতে কত

রোদ্দুরে টইটই!

 

এখন খোঁয়াড়খানায় ফেরার তাড়া,

নম্র করে খিড়কি নাড়া,

ত্রস্ত ভীষণ বুকের ভেতর-

ডাঙায় ওঠা কৈ!

 

তবু তোমার মন্দ কপাল,

খুন্তি নেড়ে সকাল বিকাল

দিচ্ছে গালি ইচ্ছে মতন-

কোন প্রাণে তা সই?

 

আমি তোমার গুরু বটে,

বুদ্ধি তোমার নেই যে ঘটে,

কত করে না করেছি-

দুখের কথা কই!

 

শুনলে না তো একটি কথা,

হাড়িকাঠে গুঁজেই মাথা

ছাদনাতলায় ছাগল সেজে

করলে কি হইচই!

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...