বুধবার, ৩ জুন, ২০২০

করলা ব্যাপারী



মুরগীর ঝোলে সেদ্ধ করলা
যদি তুমি খাও দিনে এক বেলা
রবে না করোনা, রবে না রবে না
যমের অরুচি হবে ষোলআনা-
পথ্য এনেছে বৈদ্য,
উহান নগরে সেরে গেছে রোগ,
খেয়ে করলার সনে মদ্য! 

এখানে কি আর বলা যাবে ভাই,
প্রকাশ্যে হেঁকে মদের দাওয়াই!
তাই মদ ও মুরগীর সমার্থ ধরে
বেচতে লিখি এ পদ্য,
ইনগ্রেডিয়েন্ট মূলত করলা,
এক কিলো কেনো অদ্য!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...