রবিবার, ৭ জুন, ২০২০

জীবন, যুদ্ধ ও কবিতা

বিষণ্ণ কবিতার সকল গ্রন্থ ফুরালে

যে ভেবেছে এখন অতলে তলিয়ে যাবে,

সে করেছে সমস্ত যুদ্ধ উপেক্ষা!

অরিখঞ্জর বুকে বিঁধে মরে যাওয়া ঢের ভাল

ব্যর্থ মসীর কালি ঝরিয়ে ক্লান্ত হবার চেয়ে,

এত অকরুণ, ক্রুরতার শিক্ষা-

কবিতার কিতাবে পাইনি আমরা!

 

তাই দ্ব্যর্থক, অবিমিশ্র কত ভাব ও ভাষার প্যাঁচে

নিজেকেই গুলিয়ে নিয়ে এক আত্মমগ্নতার সুখ-

আমরা বলেছি- এ আমাদের একান্ত স্বতন্ত্রতা,

যে বোঝে না সে না হয় নাই বা বুঝুক,

উই ডোন্ট কেয়ার!

 

নিরবধি বাকচতুরতায় জয়ী যুদ্ধবিমুখ,

অথচ আত্মহননের চেয়ে রণভূমে বীরগতি শ্রেয়

তবু বিনা রণে প্রাণ দেয়ার-

অ-কবিত্বটিকে বাড়িয়ে ভেবেছে বাঁচার প্রেরণা,

কবিতা বুঝতে গিয়ে মুগ্ধ প্রেমিক,

কবিতা বুঝেছে কিছু, জীবন বোঝে না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...