এ কথা সাগর জানে, এ কথা আকাশ জানে, পদ্মার ঢেউ জানে,
যে সাগরে ঝড় ওঠে, যে আকাশে মেঘ ছোটে,
যে নদীতে কুল ভাঙে বিপুল জোয়ারে; এ কথা তারাও জানে।
এ কথা বাতাস জানে, গভীর অরণ্য জানে, পাহাড়ের পথ জানে;
যে বাতাসে সুর ভাসে, যে অরণ্যে পাখি গায়-
যে পাহাড়ে ঝরনা নামে তটিনীর টানে, একথা তারাও জানে।
কতটা যে ভালবাসি এ কথাটা চাঁদ জানে, প্রখর সূর্য জানে,
মিটিমিটি তারা জানে; যে চাঁদে জ্যোছনা ক্ষরে,
যে সূর্যে আগুন ঝরে, যে তারারা স্মিত হাসে তারাও জানে।
এ নগর সে ও জানে, দুরের পল্লী জানে, খাল-বিল সব জানে;
যে নগরে নদী নেই, যে গঞ্জে মেঠোপথে বৃষ্টিতে কাদা,
ঝিলে বিলে মাছ খেলে তারাও জানে।
এ কথা এরাও জানে, এ কথা ওরাও জানে, শত্রু মিত্র জানে;
এরা যারা কাছে আছে, ওরা যারা দূরে গেছে,
আর যারা পাশে আছে নানা প্রয়োজনে- একথা সবাই জানে।
২৭ সেপ্টেম্বর, ২০১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন