শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

পথ চলা

 

জীবনের পথ চলতে চলতে 

কতকিছু আমি পেয়েছি,

কত কিছু তার ফিরেও দেখিনি, 

কতকিছু আমি চেয়েছি।

(মনে মনে আমি চেয়েছি।)


ফিরবার পথে হিসেব মেলাতে, 

কাল গড়িয়েছে সন্ধ্যা বেলাতে, 

(দেখি) সবিশেষ কিছু রইল না হাতে, 

বেদনার সুরে গেয়েছি। 

(সে যে বেদনার সুরে গেয়েছি।)


বোঝাতে পারিনি মরমের ভার,

হাসির মোড়কে ঢেকে হাহাকার,

চোখের কোরকে বেঁধে জলাধার

জলকেলি করে নেয়েছি! 

(তাতে জলকেলি করে নেয়েছি।) 


ভরিয়ে তুলেছি কবিতার খাতা, 

ভ্রান্তিতে বাঁধা জীবনের গাথা

মনের গভীরে তার কত পাতা

অভিমানে আমি ছিঁড়েছি। 

(কত অভিমানে আমি ছিঁড়েছি।) 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...