না পারি কহিতে, না পারি সহিতে,
মরমে বাঁধিতে নারি।
না পারি মরিতে, না পারি বরিতে,
ধরি ধরি আর ছাড়ি।
তৃষিত তাপিত ফাগুন গগন,
প্রণয়-ব্যাকুল প্রেমহীন-জন,
দশদিশি যেন বিরহ-মগন,
বক্ষ হতেছে ভারী।
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন