শনিবার, ১১ মার্চ, ২০২৩

তৃষিত ফাগুন

 

না পারি কহিতে, না পারি সহিতে, 

মরমে বাঁধিতে নারি। 

না পারি মরিতে, না পারি বরিতে, 

ধরি ধরি আর ছাড়ি। 


তৃষিত তাপিত ফাগুন গগন, 

প্রণয়-ব্যাকুল প্রেমহীন-জন, 

দশদিশি যেন বিরহ-মগন, 

বক্ষ হতেছে ভারী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...