শনিবার, ১১ মার্চ, ২০২৩

তৃষিত ফাগুন

 

না পারি কহিতে, না পারি সহিতে, 

মরমে বাঁধিতে নারি। 

না পারি মরিতে, না পারি বরিতে, 

ধরি ধরি আর ছাড়ি। 


তৃষিত তাপিত ফাগুন গগন, 

প্রণয়-ব্যাকুল প্রেমহীন-জন, 

দশদিশি যেন বিরহ-মগন, 

বক্ষ হতেছে ভারী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...