মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

বসন্ত রে

 

বসন্ত রে, প্রাণান্ত হই!

ফোটাস নে ফুল

ভ্রমর এসে হুল ফোটালো গায়ে। 

আমার মন উদাসী, এম্নি ভাসি

পরাগমাখা বায়ে। 


আমের মুকুল নউল শাখে, 

ভদ্দুপুরে কোকিল ডাকে, 

প্রেমের গুঞ্জ বুকের তলায়

বিজন কুঞ্জ ছায়ে

আমার মন উদাসী, এম্নি ভাসি

পরাগমাখা বায়ে। 


বিঁধিয়ে প্রাণ পুষ্পশরে,

গান উড়েছে আর্ত স্বরে

কাঁপছে দেহ কেমন করে

মোহন-বাণের ঘায়ে

আমার মন উদাসী, এম্নি ভাসি

পরাগমাখা বায়ে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...