বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

এই আর কি!

 

আমার ভেতর, পাঁজরার ক’খানা হাড় খুঁড়ে 

খুঁজেছি, হতে পারে আমারই হৃদয়।

যদিও জনান্তিকে হয়ে গেছি অতিমাত্রায়- 

এক্সিস্টেনশিয়ালিস্ট, যা কিনা ‘ও হবারই নয়’-

এমন দাবী কেউ আজও তোলে বটে;

তাদের কথা ভরসা করে এখনো শাবল চালাই, 

ঘটনাচক্রে ঘুরে যদি দুর্ঘটনা ঘটে,

যদি পাই সত্যিই কোন মাংসপিণ্ডে জমেছে আখ্যান,

রক্তাক্ত পঙক্তির ভীড়। 


এই আর কি! 


বরাতে কি আছে কি নেই কে জানে, 

সবই যে আগেভাগে আমাকে জানতেই হবে

তারও তো নেই মানে। তবু কি যে অস্থির-

আমি ঘুমাতে গেলে জেগে থাকি, আর জাগার দিনে-

আমার সারাগায়ে সপ্তদ্বীপের ক্লান্তি নামে। তবে-

অ্যাদ্দিনেও শ্রেয়-প্রেয় জানিনে ছাই, জানি এক অপরিমেয়- 

দুর্বিজ্ঞেয়তার পর্দা নেমেছে যেন, তার ওপারে আর কিছু

থাকলেও থাকতে পারে, না থাকলে নেই! 

আমার যেন দেখতে বয়ে গেছে! 


এই আর কি! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...