উদিত হবার পর আমাকে চলেও যেতে হবে।
পূর্ণমাসির রাকাও নিয়ম মানে, আমি তো আঁধার;
নিরবচ্ছিন্ন বিরহধার, আমি যাব, যাবে আমার সকল
স্নিগ্ধা প্রেয়সীরা, স্বপ্রেম-তৃষায় চাতক কবিতাদল,
কূটাভাসে চাপা অভিপ্রায় যত, বিতস্ত্র বাসনা কত
বুকের তলায় চেপে, আমি সব নিয়ে যাব, যেতে হবে,
যেতে হয়, অনুনয়-বিনয় উপেক্ষা করে আমার-
নিরভিমানিনী কল্পনা-সুন্দরীদের, অবহেলা করে
রিরংসার আবাহন, আত্মদহনের তুষানলে যাই এম্নি,
স্বভাবের বশে, সকলে যেভাবে গেল, যেভাবে যায়
নিযুত নক্ষত্রদল সকালের গগন ফুঁড়ে রসাতলে,
চাষার স্বপ্ন বানের জলে, নদীর দুঃখ দু’পাড় ভুলে
ওভাবে, একেবারেই যাব, যেতে হবে, যেতে হয়।
অগণন অতৃপ্তির ঢেঁকুর তুলে অতি বুভুক্ষু অন্তর-
প্রেতকায়া; অরতি-অঞ্জন-রঞ্জিত গণিকার ছদ্মপ্রণয়
অধর-ওষ্ঠে লেপে, কূট-নিশ্বাসে ভারী করে মহাকাশ
হাহারবে, দানবিক যন্ত্রণায় সমস্ত মানবীয় প্রকর্ষ
জলাঞ্জলি দিয়ে, কষ্টে অর্জিত অত্যন্ত দীপ্র অনুভবে
হোলিকা-দহনে সেঁটে, আবিরে রেঙে ভূতের মতন
বিস্ফারিত নেত্রে গলাটিপে ললিত-আবেগের; যাব-
নিঃসন্দেহে, নির্দ্বিধায়, যাব, যেতে হবে, যেতে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন