ফাউন্টেন পেনটার কালি ফুরিয়েছে।
কতক আধবোলা কবিতা নিষ্ক্রমণের পর
অস্তাচলের দুয়ারে দাঁড়িয়ে ঈষৎ নিষ্প্রভ আশার
রশ্মি আবির বুলিয়ে গেল আকাশের গায়,
তখন আমি ঝিমুচ্ছি সান্ধ্য বাতাসে।
এই দুরন্ত বসন্তের আবিল অভিপ্রায়ে কিছু
বিবশ স্বপ্ন জমিয়ে তুলে রাখব মহাফেজ-খানায়,
যাতে আগেও জমা অঢেল দস্তাবেজ,
তখনই ফাউন্টেন পেনটার কালি ফুরালো।
হিসেব মেলেনি অনেকের অনেক কিছুরই,
সেরেস্তায় ঝুলিয়ে তালা ভেবেছি নেব না দায়,
বিলক্ষণ চলে যাব ফাঁকি দিয়ে যেভাবে যায়
ষোড়শী প্রেয়সীর চোখ, পরিযায়ী পাখীর ঝাঁক,
বিজন সন্ধ্যা মাড়িয়ে বিরলে ডাহুক দু’এক-
ওভাবে ভেবেছি এবং গুছিয়ে নিয়েছি সব যখন
তখনই ফাউন্টেন পেনটার কালি ফুরালো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন