তুমি বললে এই চাঁদ দেখে অন্তত অনন্ত প্রহর
দুনিয়া বরবাদ করে তিরতির করে ডোবা যায়
গভীর হতে গভীরতম উদাস নৈঃশব্দ নেশায়।
আমি বললাম, বটে, আমার যে বড় ভয়, ছলাৎ
করে বুকের পিণ্ড কাঁপে, এযে দু’বিন্দু প্রেম মেশায়
মদির পাত্রে- ওতে আমার জন্ম জন্ম সংকোচ,
জন্ম জন্মের অপূরণীয় তৃষা যেন আড়মোড়া দেয়,
ঘুম ভাঙে। অথচ আমি চাই সে ঘুমিয়ে থাক।
ছেলেটা চাঁদ দেখে।
মধ্যগগন থেকে জানালা অবধি দেখে, চাঁদ আসে-
চাঁদ গায়। চাঁদ ওঠে, চাঁদ যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন