সোমবার, ৬ মার্চ, ২০২৩

দীর্ঘ যামিনী পোহাইল তবে

 

এই দীর্ঘ যামিনী পোহাইল তবে দিনকরে ঘেরে দামিনী।

আলোকের আশা নিভিয়াছে কার- আঁধারে ছাইল ধরণী। 


পথপাশে কত ফুটিয়াছে ফুল

পেলব কোরকে জমিয়াছে ধুল

পথিক উদাসী খুঁজিয়া ব্যাকুল- ঘরে ফিরিবার সরণী।। 


জোয়ার আসিয়া গিয়াছে ফিরিয়া

জনহীন ঘাট উছলি ঘিরিয়া, 

পথিক উদাসী দুরুদুরু হিয়া, নাই এথা কোন তরণী।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...