মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

হাওড়া শিয়ালদহ

 

পেলব অনুভূতির দল ডানা ঝাপটে চলে গেল,

দু তিনটে পালক কুড়িয়ে নেবারও আমি পাইনি অবসর। 

বিষন্ন, সমস্তের সাথে বিপ্রতীপে চলে প্রদীপ্ত-প্রস্তর-

অন্তর কাঁদে কবির- 'দরজা বন্ধ কেন? প্রখর দ্বিপ্রহর;

আমি কি রৌদ্রদগ্ধ হব অনন্তকাল?' 


বিকট বিরুদ্ধতার জালে জড়িয়ে কবিত্বের বাণী, 

আমি অভিমানী- ক্রমশ ক্রুর, অতি করাল- 

শূন্যগভীরে তলিয়ে যাই। মাধবীর মধুর চুম্বনে

না দিয়ে সাড়া, সারা শহরের ধুলো মাখিয়ে গায়, 

রিকশা-টানাগাড়ি-অটো-বাস-হাওড়া-শিয়ালদহ

ট্রেন-নিঃস্বনে ইতি টেনে, অতল কান্না পায়-

বক্ষ ভাঙে অহরহ। 


আমি হাওড়া-শিয়ালদহ…… 

পেরিয়ে এলাম যেন কবে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...