সোমবার, ৬ মার্চ, ২০২৩

সোহিনী

 

আমি আপাতমস্তক নেশায় ডুবেছি সোহিনী

এই রাত্তির, ঘোর আপত্তির- বিরল সংশয়ের-

গরল নেশায়, আমি আরও আরও ডুবছি যেন, 

টেনে তোলো, হাত ধর, ওঠাও অতল হতে,

উতল রজনী, তীক্ষ্ণ তমসার, না ভাসি সূর্য্যস্রোতে-

যেন আর অনন্তকাল, আমি কোথায় তলিয়ে যাই,

আঁধারে যাই, ডুবে যাই, ডুবে যাই! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...