বুধবার, ২২ মার্চ, ২০২৩

বিদ্রোহের অগ্নিকর


বিদ্রোহের অগ্নিকর স্নাত শান্ত বিবস্বান,

অখন্ড-ভারত-ঋষি, অমর হে, মহাপ্রাণ-

দিয়ে গেলে স্বদেশযজ্ঞে, অন্তিম নিশ্বাস 

জননীর ক্রোড়ে, দুখিনীর নিঃস্ব সন্তান

সবে দিতে হয়ত এক বিঘৎ মুক্ত করে-

ধরিত্রীর বিরাট আকাশ; তুমি ক্রুশবিদ্ধ

হও বারেবার, কর অনন্ত রক্তগঙ্গাস্নান। 


শুভ জন্মদিন,

ধূলিকণার লহো প্রণাম।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...