দাও হে দেখা ভবের মাঝি,
আর কত গো দেরী?
তোমার পাইনে সাড়া
ভেবে সারা দেশ দুনিয়া ঘুরি,
ভাসছি কোথাও বানের জলে,
ঝড়ের হাওয়ায় উড়ি।
কোথায় তোমার তরী?
বসিয়ে আমায় নদীর ঘাটে,
হলে কোথায় উধাও,
মরম তলে ব্যথার ছলে
কতক কি যে শুধাও,
আমি কিছুই বুঝতে নারি!
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন