সোমবার, ২০ মার্চ, ২০২৩

কে চলে যায় বুঝবে না

 

যেদিন আমি থাকব না আর, এমনি হঠাৎ থাকব না, 

সাধের রাগটি গাইব বলে তানপুরা তার বাঁধব না।। 

লিখতে গিয়ে পঙক্তি দু’চার, 

ভাবের স্রোতে বিজন সাঁতার,

সুরের নেশায় কে যেন কার- নামটি ডেকে রাঙবে না, 

ভোরের পাখি উঠলে ডেকে- ঘুম যেন তার ভাঙবে না।। 

জানলা ধরে তাকিয়ে উদাস, 

এমনি করে আর বারোমাস

সেই ক্লান্ত কবির চশমাফ্রেমে- প্রেমের ধোঁয়া ঘামবে না, 

হবে চোখের তারায় দূরের তারা, হাতছানিতে নামবে না।। 

কত ফুলের কথা, ভুলের গাঁথা, 

ধুলোয় জমাট ডায়রি, খাতা, 

ব্যাকুল হয়ে আর কোনদিন কেউ যে ওসব খুঁজবে না।

অভিমানের আঁধার দেশে, কে যায় চলে- বুঝবে না।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...