বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

কি দেখাব পাপড়ি খুলে?

 

অনুভূতি গুলো সাঁঝের নির্মাল্য হয়ে যদি বাসি হয়-

তবে কোন নদীজলে ভাসাব হয়ত, পায়ে তো দলতে পারিনে! 

শুকিয়ে মরতে ভয় নেই বঁধু, বড় ভয় পরহস্তে বৃন্তচ্যুত হতে, 

অথচ আজও কি হতে কি হলেম, বৃত্তান্ত একবিন্দু জানিনে। 

শুধু জানি আছি কোন রকম, একটি কোনায়, স্বলব্ধ একাকীত্বে-

দিয়ে ‘অবকাশ’ নাম, প্রাণটি ধরে লক্ষ দ্বিধায়। 'বাঁচিনে' -

এমন নিত্য মিথ্যা ভাষণে পুঁজি করে কবিতায়, নিযুত সত্যে-

যত্নে লুকোই- পাছে মধুপ আসে, না নেয় পরাগ অন্য কোন ফুলে। 


কি দেখাব পাপড়ি খুলে? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...