রহি রহি এ বিরহ সহি গো কেমন প্রাণে
বিজনে নিধুবনে একাকিনী আনমনে
শ্যামের বিহনে।
নিরালা তমালশাখে কুহুকুহু পাখী ডাকে
বিধুরা যমুনা বাঁকে ঐ মলয়া কাঁদিয়া যায়
হুহুহুহু প্রতিক্ষণে।
হোলো সে মথুরাপতি, দয়া নাহি মোর প্রতি,
ওলো রাধিকার দুর্গতি- ফিরেও সে যদি চায়
ভাবিয়া বিশাখ ভনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন