মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

মাথুর (১)

 

রহি রহি বিরহ সহি গো কেমন প্রাণে

বিজনে নিধুবনে একাকিনী আনমনে 

শ্যামের বিহনে। 


নিরালা তমালশাখে কুহুকুহু পাখী ডাকে

বিধুরা যমুনা বাঁকে মলয়া কাঁদিয়া যায়

হুহুহুহু প্রতিক্ষণে। 


হোলো সে মথুরাপতি, দয়া নাহি মোর প্রতি, 

ওলো রাধিকার দুর্গতি- ফিরেও সে যদি চায়

ভাবিয়া বিশাখ ভনে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...